১৪ দিনের সন্তানকে মায়ের কাছে রেখে এসএসসি পরীক্ষা বসে লাইজু বেগম নামের এক শিক্ষার্থী। একই কেন্দ্রে আট মাসের সন্তানকে রেখে পরীক্ষা দেয় সুমি আক্তার নামের আরেক দাখিল পরীক্ষার্থী।
রোববার (২১ নভেম্বর) ভোলার লালমোহন মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেয় তারা।
লাইজু বেগম ভোলার লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ মাধ্যমিক বিদ্যালয় ও সুমি আক্তার একই উপজেলার বালুরচর হাট ইসলামিয়া দাখিল মাদরাসার ছাত্রী।
শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, সকালে ১৪ দিনের সন্তানকে নিয়ে পরীক্ষাকেন্দ্রে আসে লাইজু বেগম। পরীক্ষা শুরু হলে মায়ের কাছে শিশুটি রেখে পরীক্ষায় বসে সে। একইভাবে আট মাসের শিশুকে নিয়ে কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে থাকেন সুমি আক্তারের মা।
তবে ওই দুই পরীক্ষার্থীদের মা জানান, করোনায় দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় মেয়েদের বিয়ে দিয়ে দেন।
লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, করোনায় দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় কিছু শিক্ষার্থীর বিয়ে হয়ে যায়। দুই শিক্ষার্থী মায়ের কাছে সন্তান রেখে পরীক্ষা দিয়েছেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com