 
     মুক্তিযুদ্ধকালীন অসামান্য অবদানের জন্য ১০ পুলিশ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মুক্তিযুদ্ধকালীন অসামান্য অবদানের জন্য ১০ পুলিশ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার দুপুর দুইটায় পুলিশ সুপার সম্মেলন কক্ষে এ সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধিত পুলিশ মুক্তিযোদ্ধারা হলেন ভোলা সদর উপজেলার এএফ নুরুল আমিন, বোরহানউদ্দিনের আবুল হাসেম, দৌলতখানের ফজলুল হক (কাঞ্চন মিয়া), আজিজুল হক, মো. রফিকুল ইসলাম, আব্দুর রহমান খান, তজুমদ্দিনের মো. সুলতান আহমেদ, লালামোহনের আ. আ. লতিফ, চরফ্যাশনের মো. আ. মোতালেব।
সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ সুপার মো. মোকতার হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভোলা প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মীর মো. সাফিন মাহমুদ, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) রিয়াজুল কবির, সহকারী পুলিশ সুপার (তজুমদ্দিন সার্কেল) শামিম কুদ্দুস, সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল) মো. মিজানুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবিরসহ ভোলার বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা।
এ সময় পুলিশ সুপার মো. মোকতার হোসেন বলেন, ভোলার পুলিশ প্রশাসনের কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হলেন মুক্তিযোদ্ধারা। কারণ তাদের আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা স্বাধীন দেশের নাগরিক হিসেবে গর্ব করতে পারি। এছাড়াও মুক্তিযোদ্ধাদের পরেই পুলিশের কাছে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলো সাংবাদিক মহল। কেন না সাংবাদিকদের কলমের মাধ্যমে সমাজের বিভিন্ন অপকর্মের কথা মানুষ জানতে পারে। এ সময় ছোট-বড় যে কোনো অনুষ্ঠানে কমপক্ষে একজন মুক্তিযোদ্ধাকে উপস্থিত রাখার দাবি জানান পুলিশ সুপার।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com