ভোলায় বিপুল পরিমাণ বিয়ার ও বিদেশি মদসহ মাইনুদ্দিন (৫৫) ও মজিবুর রহমান (৪৮) নামে দুইজনকে আটক করেছে র্যাব-৮ সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে ৩৭২টি বিয়ার ক্যান ও ১৭ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
আজ রোববার দুপুরে শহরের নতুন বাজার এলাকার ভোলা ক্লাব থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা ভোলা সদর উপজেলার বাসিন্দা।
বরিশাল র্যাব-৮ ভোলা ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার এএসপি ইফতিখার জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোলা ক্লাবে অভিযান চালিয়ে ওই ক্লাবের কর্মচারী মাইউদ্দিন ও তার সহযোগী মজিবুর রহমানকে ৩৭২টি বিয়ার ক্যান ও ১৭ বোতল বিদেশি মদসহ আটক করা হয়।
আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
এছাড়াও র্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।’
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com