ভোলায় যাত্রীবাহী দূরপাল্লার বাস থেকে বিপুল পরিমাণ বিদেশি কাঠ জব্দ করেছে বন বিভাগ। সোমবার সকালে সদর উপজেলার ইলিশা ফেরিঘাট এলাকা থেকে এ কাঠ জব্দ করা হয়।
জব্দকৃত কাঠের আনুমানিক বাজার মূল্য ৪ লাখ টাকা বলে জানিয়েছেন বন বিভাগ।
বনভিবাগ সূত্র জানায়, সকালে চট্টগ্রাম থেকে ভোলার উদ্দেশে ছেড়ে আসা যাত্রীবাহী বাস শ্যামলী পরিবহনে করে বিপুল পরিমাণ বিদেশি কাঠ আসছে- এমন সংবাদের ভিত্তিতে বনভিবাগের একটি টিম ইলিশা ফেরিঘাট এলাকায় অভিযান চালায়। অভিযানে আজুবী লোহা নামের ১২০ পিচ (৭০-৮০ সিএফটি) বিদেশি কাঠ জব্দ করা হয়। তবে এর সঙ্গে কাউকে পাওয়া যায়নি।
গাড়ির লোকজনকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, কাঠগুলো চট্টগ্রাম থেকে ইউনুছ মিয়া নামের এক কাঠ ব্যবসায়ী পাঠিয়েছেন ভোলা শহরের মোল্লা পট্টি নামিয়ে দেয়ার জন্য তাদের বলেছেন।
ভোলা সদর উপজেলার রেঞ্জ কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, জব্দকৃত কাঠের কোনো বৈধ কাগজপত্র না থাকায় আমরা কাঠগুলো জব্দ করেছি। গাড়ির লোকজনও আমাদের কোনো কাগজপত্র দেখাতে পারেনি। কাঠের বৈধ কাগজপত্রসহ মালিক পাওয়া গেলে আমরা তাদের কাছে এগুলো হস্তান্তর করা হবে।