ভোলায় বৈদ্যুতিক আগুনে পুড়ে ছাই কৃষকের বসত-ভিটা

লেখক:
প্রকাশ: ৩ years ago

ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের টগবী স্কুল সংলগ্ন কৃষক সিদ্দিক চাপরাশির বসত ঘরে বৈদ্যুতিক লাইন থেকে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে তাঁর বসতভিটা।

শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। ফায়ারসার্ভিসের ঘন্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগেই পুড়ে ছাই হয়ে যায় বসত ভিটা।
রাতেই ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন ভোলা সদর মডেল থানার পুলিশ পরিদর্শন (ওসি তদন্ত) আরমান হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লবসহ জেলা ও উপজেলার নেতারা।

ভোলা ফায়ারসার্ভিসের উপ-পরিচালক মো. জাকির হোসেন জানান, বৈদ্যুতিক লাইন থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ভয়াবহ আগুনে কৃষক সিদ্দিকের ৪টি ছাগলসহ পুড়ে ছাই হয়ে গেছে পুরো বসতভিটা। ফায়ারসার্ভিস ধারণা করছে এতে কৃষকের ৮ থেকে ১০ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।