ভোলা প্রতিনিধি: ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে বাল্যবিবাহ দেওয়ায় কনেপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবি আবদুল্লাহ এ জরিমানা করেন। এসময় কনের পরিবার প্রাপ্ত বয়স না হতে মেয়েকে বিয়ে দিবে না বলে অঙ্গীকারনামা দেন।
রোববার সকালে ইউনিয়নের ৫নং ওয়ার্ডে কনের বাড়িতে এ ঘটনা ঘটে।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনায়েত হোসেন জানান, রাজাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে কামাল হোসেনের বাড়িতে তাঁর অপ্রাপ্ত মেয়ের বাল্যবিবাহ হচ্ছে বলে ৯৯৯ থেকে তথ্য পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে ঘটনাটি সত্য প্রমাণিত হলে উপজেলা সহকারী কমিশনার ভূমিকে অবগত করলে তিনি গিয়ে কনেপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন। এবং প্রাপ্ত বয়স না হতে মেয়েকে বিয়ে দিবেনা বলে অঙ্গীকারনামাও দিয়েছেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com