ভোলার কাঁচা বাজার, চক বাজার ও খালপাড় রোডের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে পেঁয়াজ এর দাম বেশি রাখায় ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৬৫ হাজার টাকা জরিমানা ও একটি গোডাউনের ৩৪৪০ কেজি পেঁয়াজ বাজেয়াপ্ত করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি কাওসার হোসেন এই অভিযান করে এই রায় দিয়েছেন।
জানা যায়, দীর্ঘদিন ভোলার বাজারে পেঁয়াজ এর সিন্ডিকেট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম তোলপাড় চলছে এবং সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত দাম নিচ্ছে কিছু অসাধু ব্যবসায়ীরা এমন অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযানে গিয়ে সত্যতা পেয়েছেন।
এই সময় অতিরিক্ত দাম রাখার অভিযোগে চক বাজারের কেদারী স্টোর এর মালিক রতন সাহাকে নগদ ৩০ হাজার, শহিদ স্টোরের জুয়েল ৫০ হাজার, মোঃ ফরিদ ৩০ হাজার, নোমান ৫ হাজার, মোঃ রুবেল ৫০ হাজার।
মোট ১ লক্ষ ৬৫ হাজার টাকা জরিমানা করেন এবং খাল পাড় রোডের একটি গোডাউনে ৩৪৪০ কেজি বাজেয়াপ্ত করেছেন।
এই সময় ভোক্তা অধিকার এর সহকারী পরিচালক মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।