ভোলায় পুলিশে আটকের পর কৃষ্ণপদ দাস (৫২) নামের এক মাদক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুর ১২ টার দিকে সদর উপজেলার বাপ্তা মহাজনবাড়ি এলাকা থেকে পুলিশ ৫ কেজি গাজা, ১০ পিচ ইয়াবা এবং ১টি ফেন্সিডিলসহ কৃষ্ণকে আটক করে থানায় নিয়ে যায়। দুপুরের দিকে থানা হাজতে অসুস্থ হয়ে পড়লে তাকে ভোলা সদর হাসপাতালে নেয়া হয়। এর কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের স্বজনদের অভিযোগ আটকের পর নির্যাতনের কারণে কৃষ্ণের মৃত্যু হয়েছে।
এদিকে ভোলা থানার ওসি জানান, কৃষ্ণপদ একজন পেশাদার মাদক বিক্রেতা এবং মাদকসেবী। তাকে আটকের পর থানায় এনে এজাহার লেখার সময় অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিক তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিসারত অবস্থায় তার মৃত্যু হয়। পরে লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com