ভোলায় গবীর, অসহায় ও হতদরিদ্রদের মধ্যে ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে।
রোববার (৩ জুন) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয় চত্বরে পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক) এসব ঈদবস্ত্র বিতরণ করে।
আয়োজিত অনুষ্ঠানে জেলা পুনাক সভানেত্রী ফারহানা তানজীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভোলা সদর ও দৌলতখানের পাঁচ শতাধিক হতদরিদ্রদের মধ্যে ঈতবস্ত্র হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন।
ভোলার পুলিশ সুপার মো. মোকতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ভোলা প্রেসকাব আহ্বায়ক এমএ তাহের, সাবেক সভাপতি এম হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মীর সাফিন মাহমুদ, সহকারী পুলিশ সুপার শেখ সাব্বির আলম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজে অনেক গরীব অসহায় পরিবার রয়েছেন যারা সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারেন না। সেই সব বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে পুনাক। সমাজের বিত্তবানদেরও দুস্থদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান বক্তারা।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com