ভোলায় পিসিআর ল্যাব স্থাপনের কাজ শুরু, শীঘ্রই পরীক্ষা করা যাবে করোনা

লেখক:
প্রকাশ: ৪ years ago

করোনা ভাইরাস (কোভিড-১৯) টেষ্টের জন্য ভোলা সদর হাসপাতালে পিসিআর ল্যাব স্থাপনের প্রাথমিক কাজ শুরু হয়েছে।

 

সোমবার থেকে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের নতুন ভবনের ২য় তলার একটি অংশে এ ল্যাব স্থাপনের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন রতন কুমার ঢালী। তিনি আরো জানান, আগামী ১০ দিনের মধ্যে ল্যাবের জন্য পিসিআর মেশিনসহ আনুসঙ্গিক যন্ত্রপাতি ঢাকা থেকে এসে পৌঁছাবে। এরপর জনবল নিয়োগ হলেই ভোলায় করোনার পরীক্ষা শুরু করা যাবে।

 

এর আগে ভোলা জেলাকে বিচ্ছিন্ন ও দুর্গম এলাকা বিবেচনা করে এখানে পিসিআর ল্যাব স্থাপনের নির্দেশদেন প্রধানমন্ত্রী। সেই নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবেই ভোলা সদর হাসপাতালে এই পিসিআর ল্যাব স্থাপনের প্রাথমিক কাজ শুরু হয়েছে বলেও জানান সিভিল সার্জন।