ভোলায় পাসপোর্ট করতে গিয়ে দুই সহযোগীসহ এক রোহিঙ্গা নারী আটক হয়েছেন। মঙ্গলবার দুপুরে পাসপোর্ট অফিসে ফিঙ্গারপ্রিন্ট নেয়ার সময় সন্দেহ হলে তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
আটককৃত রোহিঙ্গা নারী নিজেকে আনোয়ারা বেগম, বাবা আবু মিয়া, ভোলার লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৩নং ওয়ার্ডে বাড়ি উল্লেখ করে পাসপোর্টের আবেদন করে। সে ঠিকমতো বাংলা ভাষায় কথা বলেতে পারে না।
অপর আটক জাফর কক্সবাজারের রামুতে ট্রাকচালক ও তার স্ত্রী হালিমা খাতুন। আনোয়ারাকে জাফর বোন হিসেবে পরিচয় দেয়।
আটক জাফর জানান, তার বাড়ি লালমোহনের চান মিয়া বাড়ি। আনোয়ারাকে আট বছর আগে রামু থেকে তিনি নিয়ে আসেন।
ভোলা সদর থানার ওসি ছগির মিয়া জানান, আটক তিনজনের মধ্যে ২০ বছর বয়সী আনোয়ারাকে নিয়ে সন্দেহ রয়েছে। তার ব্যাপারে রোহিঙ্গা ক্যাম্প ও মিয়ানমারে খোঁজখবর নেয়া হবে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com