প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ১০:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৪, ২০২২, ১:০৮ পূর্বাহ্ণ
ভোলায় তেল মজুদ রাখায় ২০ হাজার টাকা জরিমানা, গোডাউন সিলগালা
ভোলায় একটি গোডাইন থেকে রূপচাঁদা, ফরচুনসহ বিভিন্ন কোম্পানির ৬ হাজার দুইশো লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে।
এ ঘটনায় ডিলার রাশেদুল আমিনকে জরিমানা এবং গোডাউন সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৩ মার্চ) সন্ধ্যায় ভোলা পৌর ১ নম্বর ওয়ার্ড আবহাওয়া অফিস রোড এলাকায় এ অভিযান চালানো হয়।
জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) তথ্যের ভিত্তিতে আবহাওয়া অফিস রোড এলাকায় স্টুডেন্ট কেয়ার কোচিং সেন্টারের পাশে একটি গোডাউনে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব ওসমান। সেখানে রূপচাঁদা, ফরচুনসহ বিভিন্ন কোম্পানির ৬ হাজার দুইশো লিটার সয়াবিন তেল মজুদ রাখা ছিল।
এসময় তেলের ডিলার মো. রাশেদুল আমিনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে গোডাউটি সিলগালা করে দেওয়া হয়।
ডিলার রাশেদুর আমিন বেশি দামে বাজারে বিক্রির উদ্দেশ্যে বিপুল পরিমাণ সয়াবিন তেল মজুদ করে রেখেছিলেন বলে জানা যায়।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com
@Earthtimes24.com