ভোলায় জমি নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের উপর বড় ভাইয়ের অমানুষিক নির্যাতন

লেখক:
প্রকাশ: ৪ years ago

পৈতৃক বসতি-ভিটার ৩২ শতাংশ জমির দ্বন্দ্বকে কেন্দ্র করে আপন ছোট ভাইয়ের উপর অমানুষিক নির্যাতন করেছে বড় ভাই। বর্তমানে আহত ছোট ভাই ভোলা পুরুষ সার্জারী ওয়ার্ডের বার্ণ ওয়ার্ডের অতিরিক্ত ৮ নম্বর বেডে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
শুক্রবার দুপুরে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের রৌদ্রের হাট বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আহত বশার (২১) ওই ইউনিয়নের চর মনসা গ্রামের আজিজুল বেপারির ছোট ছেলে। অভিযুক্ত বড় ভাইয়ের নাম বশির (৩০) বেপারি।
চিকিৎসাধীন বশার জানান, তাদের পৈতৃক ৩২ শতাংশ জমি জোরপূর্বক জবর দখল করতে পায়তারা চালায় বশির। একপর্যায়ে বশির জমি দখল করতে না পেরে ৭ মাস আগেও তাঁর মা বাবা ও ছোট ভাই বশারের উপর হামলা চালিয়েছে। যাঁর প্রেক্ষিতে বশিরের মা তাঁর নামে ভোলা জজ কোর্টে সেসময় মামলাও দায়ের করেছেন। সেই মামলার জের ধরে পুনরায় দখলে ব্যর্থ হয়ে শুক্রবার আবারও রৌদ্রের হাট বাজার সংলগ্ন এলাকায় বশির বশারের উপর হামলা চালায়। হামলা বশারের দুই হাত ভেঙে গেছে এবং শরীর বিভিন্ন জায়গায় জখম হয়েছে।
হামলার ঘটনায় অস্বীকার করেছেন অভিযুক্ত বশির। তিনি জানান, তাঁর সাথে এরকম কোনো ঘটনাই ঘটেনি।
তবে রাজাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, বশার বশির ও তাঁর পিতা মাতা সবাই বেপরোয়া। কেউই কারো কথা শোনেনা। একাধিকবার সালিশ বিচার হলেও তাঁরা কেউই তা মানছেনা।