চিকিৎসক, নার্স, ব্যাংক কর্মকর্তা ও এলজিইডি’র কর্মচারীসহ ভোলায় নতুন করে আরো ১০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩৫ জনে।
আজ সোমবার (৬ জুলাই) দুপুরে ভোলার সিভিল সার্জন রতন কুমার ঢালী এ তথ্য নিশ্চিত করেন। নতুন আক্রান্তদের মধ্যে ভোলা সদর উপজেলায় ১ জন, বোরহানউদ্দিনে ৩ জন, লালমোহনে ১ জন, মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১ চিকিৎসক ও ১ নার্স, কৃষি ব্যাংকের ১ কর্মকর্তা এবং স্থানীয় সরকার প্রকৌশল দপ্তরের ৩য় শ্রেনীর এক কর্মচারীসহ ৫ জন রয়েছেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ভোলায় করোনা আক্রান্ত ৩৩৫ জনের মধ্যে সুস্থ হয়েছেন ১৩৫ জন। এরমধ্যে ভোলা সদর উপজেলায় করোনায় আক্রান্ত ১৪৮ জনের মধ্যে সুস্থ ৫৪ জন, দৌলতখানে আক্রান্ত ২৬ জনের মধ্যে সুস্থ ৮ জন, বোরহানউদ্দিনে আক্রান্ত ৪৩ জনের মধ্যে সুস্থ ২১ জন, তজুমদ্দিন উপজেলায় আক্রান্ত ২০ জনের মধ্যে সুস্থ ৩ জন, লালমোহনে আক্রান্ত ৩৮ জনের মধ্যে সুস্থ ১৭ জন, চরফ্যাশনে আক্রান্ত ৪২ জনের মধ্যে সুস্থ ২৩ এবং মনপুরা উপজেলায় আক্রান্ত ১৮ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৯ জন।
আক্রান্তরা নিজ নিজ উপজেলা হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে আইসোলেশনে আছেন। এছাড়াও করোনা আক্রান্ত হয়ে ভোলা সদর, লালমোহন ও চরফ্যাশনে ৪ জনের মৃত্যু হয়েছে। এর বাইরে উপসর্গ নিয়ে আরো অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে।
সিভিল সার্জন কার্যালয় সূত্র আরো জানায়, এ পর্যন্ত ভোলা জেলায় ৩৮৪৫ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা ও বরিশাল ল্যাবে পাঠানো হয়েছে। এরমধ্যে রির্পোট এসেছে ৩৫৮৭ জনের। এছাড়া ২৫৮ জনের রির্পোট এখনো অপেক্ষমান আছে।