ভোলায় গুজব প্রতিরোধে পুলিশের মাইকিং ও প্রচারপত্র বিলি

:
: ৫ years ago

‘ছেলেধরা’ গুজবে আতঙ্কিত ও প্রতারিত না হওয়ার জন্য ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পুলিশের পক্ষ থেকে মাইকিং ও প্রচারপত্র বিলি করা হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে এবং আইন নিজের হাতে তুলে না নেয়ার আহবান জানিয়ে চালানো হচ্ছে নানা রকম প্রচারণা।

সাম্প্রতিক সময়ে সারা দেশে একটি কুচক্রী মহল পদ্মাসেতু তৈরীতে মাথা লাগবে কিংবা ছেলেধরার গুজব ছড়ায়। এমন গুজবে উপজেলার স্কুলগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতির হার হ্রাস পায়। ভীতি ছড়িয়ে পরে অভিভাবকদের মধ্যে। ইতিমধ্যে বোরহানউদ্দিনসহ দেশের বিভিন্ন স্থানে গণপিটুনিতে প্রতিবন্ধীসহ বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন।

এমন পরিস্থি রোধে বোরহানউদ্দিনে মঙ্গলবার সকাল থেকে স্থানীয় থানা পুলিশ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীর মধ্যে এ সব বিষয়ে প্রচারণা চালান। উপজেলার নয়টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন বাজারে মাইকিং ও প্রচারপত্র বিলি করেন।

বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মু এনামুল হক জানান, আমারা পৌরসভাসহ উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে ইতিমধ্যে মাইকিং ও প্রচারপত্র বিলি শুরু করেছি। স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাব। আমাদের এ প্রক্রিয়া অব্যাহত থাকবে।

এ দিকে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এলাকার জনগনকে গুজবে কান না ও আইন নিজের হাতে তুলে না নেয়ার আহবান জানান।