ভোলায় আটক হওয়া সেই দুই কিশোরকে পাঠানো হয়েছে যশোর শিশু সংশোধন কেন্দ্রে

:
: ২ years ago

ভোলায় খালাতো বোনকে টিকা কেন্দ্রে নিয়ে এসে বখাটেদের হামলার শিকার হয়েছেন ভাই। উক্ত ঘটনায় আটককৃত অভিযুক্ত ওই দুই কিশোরকে যশোর পুলের হাট শিশু সংশোধন কেন্দ্রে পাঠানো হয়েছে।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে ভোলা জেলা শিশু আদালতে তাদেরকে তোলা হলে জেলা শিশু আদালতের বিজ্ঞ বিচারক এ রায় দেন।
ভোলা জেল সুপারের মাধ্যমে ওই দুই কিশোরকে যশোর পুলের হাট শিশু সংশোধন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আটককৃত ওই দুই কিশোর হলেন, ভোলা ২নং ওয়ার্ড অফিসার পাড়া এলাকার মো. মাসুদ রানার ছেলে মো. আলফি ও সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের নবীপুর ৯নং ওয়ার্ড মো. ইউছুফের ছেলে মো. শাকিব।

যদিও গতকাল রোববার (১৩ ফেব্রুয়ারি) তাদেরকে আটক করার সময় তাঁরা তাদের প্রকৃত পরিচয় গোপন রেখে আলফি ভোলা পৌর ২নং ওয়ার্ড আমিন পিন্টুর ছেলে এবং শাকিব ওই ওয়ার্ডের মো. রাকিব হোসেনের ছেলে মো. শুভ নামে পরিচয় দিয়েছিলেন।

পরে পুলিশ রাতে তাদেরকে একাধিকবার জিজ্ঞাসাবাদে ও তাদের অভিভাবকদের থানায় ডেকে আনলে তাদের আসল পরিচয় পাওয়া যায়।

তবে এ ঘটনায় হামলার শিকার কিশোরের দায়ের করা মামলায় অজ্ঞাত অন্যান্য আসামিদের এখনও আটক করতে পারেনি পুলিশ।

উল্লেখ গত রোববার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে খালাতো বোন জান্নাতুল মাওয়াকে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে টিকা কেন্দ্রে নিয়ে আসে শিক্ষার্থীর খালাতো ভাই সদর উপজেলা চরসামাইয়া ইউনিয়নের মৃত মামুনের ছেলে মো. জিসান (২১) খান।
খালাতো বোন জান্নাতুল মাওয়া টিকা নিতে লাইনে দাঁড়ানোর সময় তাঁর পাশে দাঁড়ানো ছিল জিসান। একপর্যায়ে ৫ থেকে ৭ জন বখাটে কিশোর জিসানকে মাঠের একপাশে ডেকে নিয়ে যায়। জিসান কোনোকিছু বুঝে উঠার আগেই বখাটেরা তাকে ইট দিয়ে পিটিয়ে তাঁর মাথা ফাটিয়ে দেয়।

পরে স্থানীয় এক যুবক তাকে ভোলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।
খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে ওই দুই কিশোরকে আটক করে। পরে বিকেল ৩টার দিকে জিসান থানায় গিয়ে ওই দুই কিশোরকে চিহ্নিত করে ভোলা সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর-২৩/২২।