র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই ডাকাত, সন্ত্রাসী চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ব্যবসায়ী ও প্রতারকচক্রসহ বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরণের অপরাধ নিয়ন্ত্রণে র্যাব ইতিমধ্যেই বিশেষ সফলতা অর্জনে সক্ষম হয়েছে। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বিশেষ নিরাপত্তার অংশ হিসেবে বরিশাল জেলার বিভিন্ন স্থানে র্যাব-৮ এর পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পাশাপাশি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি ও শান্তি শৃংখলা বজায় রাখার উদ্দেশ্যে র্যাবের অব্যাহত প্রচেষ্টার অংশ হিসেবে গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে সিনিয়র এএসপি সোয়েব আহমেদ খান এর নেতৃত্বে অদ্য ২৮ ডিসেম্বর ২০১৮ তারিখ আনুমানিক ০০৩০ ঘটিকার সময় ভোলা জেলার লালমোহন থানায় অভিযান পরিচালনা করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হামলা ও সহিংসতার পরিকল্পনাকারী দুর্বৃত্ত মোঃ বাবুল বিশ্বাস (৪৫), পিতাঃ মোঃ কালু বিশ্বাস, সাং-কাজিরাবাদ, থানাঃ লালমোহন, জেলাঃ ভোলকে গ্রেফতার করা হয়।
উক্ত ঘটনায় ধৃত আসামীর বিরুদ্বে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ অনুযায়ী মামলা প্রক্রিয়াধীন।