ভোলার বোরহানউদ্দিনে ১০১ পিচ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক।

লেখক:
প্রকাশ: ৬ years ago

ভোলার বোরহানউদ্দিনে ১০১ পিচ ইয়াবাসহ আওলাদ হোসেন ও সিরাজ মাতুব্বর নামক দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোহাইমিনুল ও হেমায়েত উদ্দিনসহ সঙ্গীয়ফোর্স বোরহানউদ্দিন উপজেলা মানিকার হাট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। আটক আওলাদ হোসেন বড় মানিকা ইউনিয়নে ২ নং ওয়ার্ডের মৃত নুরুল ইসলাম এর ছেলে ও সিরাজ মাতুব্বর কুতুবা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মৃত কেরামত আলীর ছেলে।

ভোলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাফিন মাহামুদ বলেন, ভোলা জেলার মাননীয় পুলিশ সুপার ভোলা জেলাকে মাদকমুক্ত করার জন্য কাজ করছেন। তারই ধারাবাহিকতায় বোরহানউদ্দিন উপজেলার মানিকার হাট এলাকায় ১০১ পিচ ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছি। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে অভিযান চলমান আছে।

আন্তর্জাতিকপ্রচ্ছদ এ সম্পর্কিত আরও পড়ুন:
লাইফ সাপোর্টে থাকা অভিনেতা ও নির্মাতা হুমায়ূন সাধু মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী বিষয়টি নিশ্চিত করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। গণমাধ্যমকে ফারুকী বলেন, রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন হুমায়ূন সাধু। সেখানেই তার মৃত্যু হয় গত ২৯ সেপ্টেম্বর হুমায়ূন সাধুর প্রথম ব্রেন স্ট্রোক হয়। তখন তাকে চট্টগ্রামের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে ১৩ অক্টোবর রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে স্থানান্তর করে চিকিৎসা দেওয়া হচ্ছিল। এরপর তাকে বিদেশে নিয়ে অস্ত্রোপচারেরও প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু ২০ অক্টোবর হঠাৎ সাধুর দ্বিতীয় ব্রেন স্ট্রোক হয়। এরপর তাকে স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়। মোস্তফা সরয়ার ফারুকীর ‘মেড ইন বাংলাদেশ’ ছবির মাধ্যমে অভিনয়ে পথ চলা শুরু হুমায়ূন সাধুর। অভিনয়ের পাশাপাশি নাটকও নির্মাণ করেছেন তিনি।
৫ years ago