ভোলার বাপ্তায় হতদরিদ্র পরিবারের মাঝে ব্র্যাক ইউপিডির কম্বল বিতরণ

লেখক:
প্রকাশ: ৪ years ago

ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নে ব্র্যাক-ইউপিডি কর্মসূচির “গ্রাম সামাজিক শক্তি কমিটি” কতৃক হতদরিদ্র দুইশো পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

 

বুধবার বিকালে পূর্ব বাপ্তা চেউয়াখালী দাখিল মাদ্রাসার মাঠে এ কম্বল বিতরণ করা হয়। মোস্তফা চেয়ারম্যান স্মৃতি সংঘ, ধনিয়া চেউয়াখালী সংঘ এবং বালিয়াকান্দী সামাজিক শক্তি কমিটি উক্ত বিতরণ অনুষ্ঠানে সাহায্য করেন।

 

এসময় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চেউয়াখালী “গ্রাম সামাজিক শক্তি কমিটি’র” সভাপতি মো. মফিজুর রহমান, ৪৪নং মধুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও চেউয়াখালী “গ্রাম সামাজিক শক্তি কমিটি’র” সহ- সভাপতি মো. আবুল কাশেম মাষ্টার, সাধারণ সম্পাদক মো. শাহে আলম তরাফ সাজি প্রমুখ।