প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৭, ২০২৫, ৩:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২০, ১:৫২ অপরাহ্ণ
ভোলার জংশন বাজারে আগুন; ৩০টি দোকান পুড়ে ছাই
![](https://bangla.earthtimes24.com/wp-content/uploads/2020/12/keroj4rw20190119122223.jpg)
ভোলা সদর উপজেলার ইলিশা জংশন বাজারে বৈদ্যুতিক লাইন থেকে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে ৩০ ব্যবসা প্রতিষ্ঠান। খবর পেয়ে ফায়ারসার্ভিসের ৫টি ইউনিট প্রায় ১টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
বুধবার সন্ধ্যা ৭টায় আগুনের সূত্রপাত হয়। এতে প্রায় কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়িরা।
ব্যবসায়িরা জানান, ইলিশা নৌ-থানা সংলগ্ন একটি কাপড়ের দোকান থেকে এ আগুনের সূত্রপাত হয়। মহুর্তের মধ্যে আগুনে পড়ে ছাই হয়ে যায় ৩০টি ব্যবসা প্রতিষ্ঠান। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে নৌ-থানার একাংশ।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মিজানুর রহমান, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনায়েত হোসেন, জেলা ডিবি ওসি শহিদুল ইসলাম।
ভোলা ফায়ারসার্ভিসের উপ-পরিচালক জাকির হোসেন জানান, প্রায়থমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক লাইন থেকে আগুনের সূত্রপাত হয়েছে। পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠানে দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময়ক্ষেপন হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মিজানুর রহমান জানান, ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের তালিকা করে সরকারিভাবে সহায়তা প্রদান করা হবে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com
@Earthtimes24.com