করোনার প্রভাব দেখিয়ে চরফ্যাশনে সকল প্রকার নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির গুজব ছড়িয়ে বেশি দামে বিক্রির অভিযোগ উঠেছে। এরইপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় শহর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় পেঁয়াজের আড়ৎদার মো. সালাউদ্দিন মিয়ার ৫ হাজার টাকা, চাউল ব্যবসায়ী আবু জাহের মিয়ার ৪ হাজার টাকা, জ্যাকব এভিনিউ মার্কেটের পেঁয়াজ ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের ২ হাজার, জুয়েলের ২ হাজার, করিব স্টোরের ২ হাজার টাকাসহ মোট ১৭ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়। তবে মোবাইল কোট পরিচালনার জন্য বাজারে নামলে অতিরিক্ত মুনাফা লোভী চাউলের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে পালিয়ে যায়।
চরফ্যাশন শহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রুহুল আমিন জানান, করোনার প্রভাব দেখিয়ে ১৩০০ টাকার চালের বস্ত ১৭০০ টাকা, ৫৫ টাকার পেঁয়াজ ৮০ টাকায় বিক্রি করছে। এমনকি আরো বাড়ানোর গুজব ছড়িয়ে
ক্রেতাদের ক্রয় করার ধুম লেগে গেছে সংবাদ শুনে রাতেই তিনি বাজার মনিটরিংয়ে মাঠে নেমেছেন। এখন পূর্বের দামে বিক্রি হচ্ছে।
ভোলা জেলা প্রশাসাক মাসুদ আলম সিদ্দিকী বিডি ক্রাইম২৪কে জানান, সকল উপজেলাতেই বাজার মনিটরিং জোরদার করা হচ্ছে। রিউমার ছড়ানো ব্যক্তির ছাড় নেই। করোনাভাইরাসের কারণে কোনো মালামালের দামের ওপর প্রভাব পড়বে না।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com