ভোলার চরফ্যাশনে ইউপি নির্বাচনী সহিংসতায় গুলিতে যুবকের মৃত্যু

লেখক:
প্রকাশ: ৩ years ago

ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই মেম্বার প্রার্থীর কর্মী সমর্থকদের সংঘর্ষ হামলা ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

এ সময় গুলিতে মনির মাঝি (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ রাবার বুলেট ছুঁড়ে।

এছাড়াও চরফ্যাশনের আরো কয়েকটি ইউনিয়নে নির্বাচনের বিক্ষিপ্ত সংর্ঘষে অন্তত ১০ জন আহত হয়েছে।

স্থানীয়রা জানান, সোমবার সকাল ১১ টার দিকে চরফ্যাশনের হাজারীগঞ্জ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের চর ফকিরা এলাকায় মেম্বার প্রার্থী ইয়াসিন মাঝি ও রুহুল আমিন দালালের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংর্ঘষ হয়।

এক পর্যায়ে গুলিতে বশির সিকদারের পুত্র মনির মাঝি নামে এক যুবক গুলি বিদ্ধ হয়ে মারা যান। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ রাবার বুলেটের গুলি ছুঁড়ে।

এদিকে নিহতের পিতা অভিযোগ করে বলেন, তাঁর ছেলে ভোট দিয়ে ফিরতে ছিলো। এ সময় সংঘর্ষের এক পর্যায়ে গুলিতে তাঁর পুত্র নিহত হন।

তবে ভোলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, টিউবওয়েল প্রতীকের প্রার্থীর ছেলে লোকজন নিয়ে কেন্দ্রে হামলা চালায়।

এ সময় এক প্রার্থীর ছেলের গুলিতে মনিরের মৃত্যু হয়। পুলিশ ১২ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এ ব্যাপারে অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে বলেও জানান পুলিশ সুপার।