ভোলার আবাসিক হোটেল থেকে পতিতা খদ্দরসহ ম্যানেজার আটক

লেখক:
প্রকাশ: ২ years ago

ভোলায় ইসলামিয়া নামে একটি আবাসিক হোটেল থেকে এক পতিতা ও এক খদ্দরসহ ওই হোটেলের ম্যানেজারকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে শহরের উকিল পাড়া রোডে অবস্থিত আবাসিক হোটেল ইসলামিয়ায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃত পতিতা শরীয়তপুর পশ্চিম আটপাড়া গ্রামের নুরুল হক আকনের মেয়ে শান্তা আক্তার (২৭) মায়া। খদ্দর রায়হান চরফ্যাশন উপজেলার আমিনাবাদ ইউনিয়নের শফিকুল ইসলামের ছেলে। ম্যানেজার মনির সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা।
ভোলা সদর মডেল থানার (ওসি তদন্ত) মো. আরমান হোসেন জানান, ওই হোটেলটিতে বেশ কয়েকমাস ধরে অসামাজিক কার্যকলাপ চলছে। এমন অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে হোটেলটিতে অভিযান পরিচালনা করা হয়। সে-সময় ওই পতিতা ও খদ্দরসহ হোটেল ম্যানেজারকেও আটক করা হয়।

তিনি আরও জানান, হোটেল ম্যানেজার মনির বিভিন্ন জেলা থেকে পতিতা এনে হোটেলটিতে দেহব্যবসা করাতেন। বুধবার দুপুরে আটককৃত তিনজনকে আদালতে তোলা হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।