 
                                            
                                                                                            
                                        
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিজয়ী মেম্বার প্রার্থী ও তার সমর্থকদের বাড়ি-ঘরে হামলা, লোটপাটের অভিযোগ উঠেছে পরাজিত তিন মেম্বার প্রার্থীর বিরুদ্ধে।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকাল ও সোমবার সন্ধ্যায় উচাখিলা ইউনিয়নের মরিচারচর মাইজপাড়া গ্রামে হামলার এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, উপজেলার উচাখিলা ইউনিয়নে সোমবার (৭ ফেব্রুয়ারি) ইউপি নির্বাচনে মরিচারচর মাইজপাড়া ২নং ওয়ার্ডে মেম্বার নির্বাচিত হন আবুল বাশার বাদশা। তার প্রতিদ্বন্দ্বিতা করেন ফাখরুল ইসলাম, মফিজ উদ্দিন ও লিটন মিয়া। কেন্দ্র থেকে রাতে বাদশাকে বিজয়ী ঘোষণা করা হলে ক্ষিপ্ত হন পরাজিত তিন প্রার্থী। তারা ফল মেনে না নিয়ে বিজয়ী প্রার্থীর বাড়িতে হামলা চালিয়ে আগুন দেয়। সেই সঙ্গে অর্ধশতাধিক সমর্থকের বাড়িতে লুটপাট করে।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের মিয়া জানান, ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে। ক্ষতিগ্রস্তরা লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।