দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর মাগুরার উন্নয়নে অগ্রগণ্য ভূমিকা রাখবেন বলে জানিয়েছেন মাগুরা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসান।
রোববার সকাল ৮টায় মাগুরা পৌরসভার ৮ নং ওয়ার্ডের দরি মাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোট দিয়ে এ কথা বলেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব।
একই কেন্দ্রে সাকিবের বাবা মাশরুর রেজা, বোন বৃষ্টিসহ পরিবারের অন্য সদস্যরাও ভোট দেন।
ভোটদান শেষে নির্বাচনে জয়ের ব্যাপারে ‘খুব আশাবাদী’ সাকিব আল হাসান গণমাধ্যমের কাছে বলেন, “আমি মনে করি এ নির্বাচনে ভোটাররা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। নির্বাচনে জয়লাভ করে আগামী ৫ বছর মাগুরা-১ আসনের জনগণকে সাথে নিয়ে কাজ করতে চাই।
“মাগুরার উন্নয়নে আমার ভূমিকা থাকবে অগ্রগণ্য। আপনারা আমাকে সহযোগিতা করলে আমি অনেক দূর অগ্রসর হতে পারব।”
মাগুরা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী সাকিব আল হাসানসহ ডাব, লাঙ্গল, টেলিভিশন ও সোনালি আঁশ প্রতীকের মোট পাঁচজন প্রার্থী রয়েছে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com