ভোটের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে : পুলিশ কমিশনার বিএমপি

লেখক:
প্রকাশ: ৫ years ago

যথা সময়ে ভোটার তথা ভোটের অধিকার সম্পর্কে সচেতন হয়ে সৎ ,যোগ্য ,দেশের জন্য যাঁরা মুক্তিযুদ্ধের চেতনায় জাগ্রত হয়ে কাজ করবে সেই স্বাধীনতার স্ব-পক্ষের শক্তির প্রতি আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ এর মাধ্যমে এই দেশকে গণতন্ত্রের উচ্চ শিখরে পৌঁছে দিয়ে দেশ গড়ায় অংশ নিতে পারি পুলিশ কমিশনার বিএমপি ।

আজ সোমবার অশ্বিনী কুমার টাউন হল বরিশালে মাননীয় পুলিশ কমিশনার বিএমপি  মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার মহোদয় অঞ্চলিক জেলা ও উপজেলা বরিশাল নির্বাচন অফিসারের কার্যালয় কর্তৃক আয়োজিত জাতীয় ভোটার দিবস ২ মার্চ উপলক্ষে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে একথা বলেন ।

ভোটার হয়ে ভোট দেব দেশ গড়ায় অংশ নেব এই পতিপাদ্য বিষয় নিয়ে আজ ২ মার্চ সোমবার সকাল ১০ টায় দ্বিতীয় বারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হলো জাতীয় ভোটার দিবস ২০২০২০। আঞ্চলিক, জেলা ও উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় বরিশাল এর আয়োজনে। সারর্কিট হাউস প্রসঙ্গ থেকে বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সুচনা করেন বিভাগীয় কমিশনার বরিশাল মুহাম্মদ ইয়ামিন চৌধুরী।

পরে সকলের অংশগ্রহণে সারর্কিট হাউস থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে নগরীর সদর রোড প্রদক্ষিণ করে অশ্বিনী কুমার হলে এসে শেষ হয়। সেখানে জাতীয় ভোটার দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল, মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আঞ্চলিক নির্বাচব কর্মকর্তা বরিশাল অঞ্চল বরিশাল মোঃ আলাউদ্দীন।

বিশেষ অতিথি ছিলেন ডিআইজি বরিশাল রেঞ্জ বরিশাল মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার) পিপিএম, পুলিশ কমিশনার বরিশাল মেট্রোপলিটন পুলিশ বরিশাল মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম (বার), জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান, অতিরিক্ত পুলিশ সুপার বরিশাল ফরহাদ হোসেন সরদার, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বরিশাল সোহেল সামাদ, জেলা বির্বাচন কর্মকর্তা বরিশাল নুরুল আলম, উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মান্নানসহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, নির্বাচন কাজের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রধান এবং নতুন ভোটারা বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সেখানে এক আলোচনা সভায় প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ ভোটার দিবসের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। পরে সেখানে ভোটার তালিকা হালনাগাদ কাজে নিয়োজিত শ্রেষ্ঠ তথ্য সংগ্রহকারী তিনজন কে সম্মাননা স্মারক প্রদান করা হয়। নতুন ভোটারদের মাঝে ভোটার আইডি কার্ড হস্তান্তর ও কর্মকর্তাদের ভোটার আইডি কার্ড হস্তান্তর করা হয়।