ভোক্তাস্বার্থ বিরোধী অপরাধ: ২৮ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

লেখক:
প্রকাশ: ৩ years ago

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক দেশব্যাপী নিত্যপণ্যের বাজারে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ২৮টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২০ ফেব্রুয়ারি) দিনব্যাপী অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়েছে বলে জানায় অধিদপ্তর।

বাণিজ্য মন্ত্রণালয়ের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়ের ১২ জন কর্মকর্তার নেতৃত্বে ঢাকা মহানগরসহ দেশের ৮টি জেলায় বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ঢাকা মহানগরের গুলশান, বাড্ডা, মোহাম্মদপুর টাউনহল বাজারসহ দেশব্যাপী মোট ১৪টি বাজার ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে পরিচালিত তদারকি কার্যক্রমের মাধ্যমে ভোক্তাস্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে ২৮টি প্রতিষ্ঠানকে ২ লাখ চার হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে লিফলেট বিতরণসহ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, স্বাস্থ্য বিভাগ, কৃষি বিভাগ, মৎস্য বিভাগ, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সহ সংশ্লিষ্ট শিল্পবণিক সমিতির প্রতিনিধিরা এসব অভিযানে সহযোগিতা করেন।