ভোলা প্রতিনিধিঃ মেঘনা নদী থেকে একটি যাত্রীবাহী ট্রলার থেকে ৭০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড।
রোববার (২৭ জুন) সকালে ভোলার মনপুরার হাজিরহাট থেকে এসব কারেন্ট জাল জব্দ করা হয়।
কোস্টগার্ড সূত্র জানায়, সকালে নোয়াখালী থেকে মনপুরা উপজেলার হাজিরহাট ঘাটে আসা একটি যাত্রীবাহী একটি ট্রলারে অভিযান চালয় কোস্টগার্ড। এ সময় বস্তা ভর্তি ৭০ হাজার মিটার কেন্ট জাল জব্দ করা হয়। জব্দ-কৃত কারেন্ট জালের অনুমানিক মূল্য দেড় লাখ টাকা। পরে উপজেলা মৎস্য বিভাগের উপস্থিতিতে জাল আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়।
কোস্টগার্ডের মনপুরা কন্টিজের্ট কমান্ডার মো. ইফরান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।