ভোলায় যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ১

লেখক:
প্রকাশ: ৪ years ago

ভোলায় মেঘনা নদীতে যাত্রীবাহী ফারহান-৪ লঞ্চের ধাক্কায় মাছ ধরার একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে মো. আল-আমিন (১৯) নামের এক জেলে নিখোঁজ রয়েছেন।

এ ঘটনায় মো. মোশারেফ মাঝি (৩৫), মো. আলাউদ্দিন মাঝি ও মো. রাকিব মাঝি (২০) নামে তিন জেলেকে আহত অবস্থায় তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিখোঁজ ও আহতদের সবার বাড়ি তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামে।

রোববার (৬ ডিসেম্বার) সন্ধ্যায় ভোলার তজুমদ্দিন উপজেলার চৌমুহনী ঘাটে এ ঘটনা ঘটে।

ট্রলার মালিক আল-আমিন মাঝি জানান, ঢাকা টু হাতিয়া রুটে চলাচলকারী যাত্রীবাহী লঞ্চ ফারহান-৪ হাতিয়া ছেড়ে তজুমদ্দিন উপজেলার চৌমুহনী ঘাটে যাত্রী ওঠায়। পরে লঞ্চটি ঘাট থেকে ছেড়ে যাওয়ার জন্য ঘোরানোর সময় পেছন দিক থেকে ট্রলারের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় ট্রলারে থাকা পাঁচ জেলে নদীতে পড়ে যায়। এরপর চারজন সাঁতরে লঞ্চে উঠলেও আল-আমিন নিখোঁজ।

তজুমদ্দিন থানার পরিদর্শক ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন জানান, লঞ্চের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় আল-আমিন নামের এক জেলে নিখোঁজ রয়েছে বলে জেনেছি। আমরা তার সন্ধান চালাচ্ছি। এছাড়া পুরো বিষয়ে তদন্ত চলছে।