ভেজাল বিরোধী অভিযানে গৌরনদীর ৫ প্রতিষ্ঠানকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

:
: ৫ years ago

গৌরনদী উপজেলায় ভেজাল বিরোধী অভিযানে ৫টি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহায়তায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

 

আর্মড পুলিশ ব্যাটালিয়নের পরিদর্শক সুখেন্দ্র চন্দ্র সরকার জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহায়তায় গৌরনদী বাস টার্মিনাল এলাকার জব্বার বেকারী, একই এলাকার বিসমিল্লাহ হোটেল, সান্টু ফার্মেসী, মা মেডিসিন ফার্মেসী ও ঈশাম মেডিসিন ফার্মেসীতে অভিযান চালানো হয়।

 

এ সময় বিভিন্ন অপরাধে ওই ৫টি প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. শাহ্ শোয়াইব মিয়া। সহকারী পরিচালক মো. শাহ্ শোয়াইব মিয়া জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় জব্বার বেকারী ২০ হাজার, বিসমিল্লাহ হোটেলকে ৩ হাজার ৫শ’ টাকা, সান্টু ফার্মেসীকে ৩ হাজার ৫শ’ টাকা, মা মেডিসিন ফার্মেসীকে ৪ হাজার ও ঈশাম মেডিসিন ফার্মেসীতে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।