ভুয়া প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষার্থী গ্রেপ্তার

লেখক:
প্রকাশ: ৫ years ago

নেত্রকোনায় এসএসসি পরীক্ষায় ভুয়া প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আটক শিক্ষার্থী মহসিন আলম ওরফে সাজুর (১৮) বিরুদ্ধে আজ শনিবার মামলা হয়েছে। আজ সকালে র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের উপসহকারী পরিচালক রঞ্জন বড়ুয়া বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় মামলাটি করেন। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শহরের সাতপাই বিলপাড় এলাকার একটি ছাত্রাবাস থেকে র‌্যাব ওই শিক্ষার্থীকে আটক করে। তিনি কেন্দুয়া উপজেলার গগড়া গ্রামের মো. সাদ্দাম হোসেনের ছেলে এবং নেত্রকোনা সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

র‌্যাবের দাবি, মহসিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া আইডি খোলেন। সেটার মাধ্যমে এসএসসি পরীক্ষারবাংলা প্রথম পত্রের ভুয়া প্রশ্নপত্র তৈরি করে ৫০০ টাকার বিনিময়ে পরীক্ষার্থীদের কাছে বিক্রি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ র‌্যাব-১৪-এর একটি দল গতকাল তাঁকে আটক করে কিশোরগঞ্জ র‌্যাব ক্যাম্পে নিয়ে যায়।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফকরুজ্জামান জুয়েল বলেন, মামলার পর আটক হওয়া ওই তরুণকে গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।