ভুল করে নিত্য হারি

লেখক:
প্রকাশ: ৫ years ago
এম টি, সাবিহা

ভুল করে নিত্য হারি

– এম টি,সাবিহা ঊর্মি

তুলির আঁচড়ে রেখে যেও

এক ঝলক মিষ্টি হাসি

মেঘের সাথে রোদের লুকোচুরি।

শীতে উষ্ণতা নেব অনুভবে

রোদে রেখো মেঘের ছায়া

কথা বলো গোপনে রেশমিচুড়ি।

শরতের বিকালে শান্ত পুকুর

লাল রঙা ঘাসফড়িং

মেহদীর আলপনা সবুজ শাড়ি।

ছোট মাছ ঢেউ তোলে

হৃদয়ের গভীরে বুঁদবুঁদ

তাই বুঝি ভুল করে নিত্য হারি।