ভিয়েতনামে জালিয়াতির দায়ে ব্যাংক মহাপরিচালকের মৃত্যুদণ্ড

:
: ৭ years ago

জালিয়াতির মাধ্যমে লাখ লাখ ডলার হাতিয়ে নেয়ার দায়ে ভিয়েতনামের শীর্ষস্থানীয় ওশান ব্যাংকের সাবেক মহাপরিচালক নুয়েন সুন সনকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির আদালত।একই অভিযোগে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান হান ভান থামকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। পাশাপাশি বেশ কয়েকজন কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।

বিবিসি জানিয়েছে, শুক্রবার রায় ঘোষণার সময় বিচারপতি তুয়ং ভিয়েত তোয়ান বলেন যে থাম এবং সনের আচরণ খুবই উদ্বেগজনক। তারা রাষ্ট্রীয় সম্পদ ব্যবস্থাপনা আইনের গুরুতর লঙ্ঘন করেছেন এবং জনগণের ক্ষোভের কারণ হয়েছেন।গত ২৮ আগস্ট থেকে প্রতারণার অভিযোগে ৫১ জনের বিরুদ্ধে ভিয়েতনাম আদালতে বিচার শুরু হয়। বিচার কাজে বাদীপক্ষে রেকর্ড ৫০ জন আইনজীবী ও ৭০০ জনের বেশি সাক্ষী ছিলেন।গত মার্চে সর্বপ্রথম এ বিচার কাজ শুরু হলেও বিস্তারিত তদন্তের জন্য তা স্থগিত রাখা হয়। এর আগে এদের প্রত্যেকের বিরুদ্ধে অবৈধ ঋণ সংশ্লিষ্ট একাধিক মামলা দায়ের করা হয়।২০০৭ সালে প্রতিষ্ঠিত ওশান গ্রুপের ব্যাংকিং ছাড়াও আবাসন ও হোটেল ব্যবসা রয়েছে। শুরু থেকেই দুর্দান্ত ব্যবসা করে যাচ্ছিল কোম্পানিটি।২০১৩ সালে থামের অধীনে প্রতিষ্ঠানটির মূল্যমান দাঁড়ায় ৫০ কোটি ডলার। পরে ধীরে ধীরে ওশানের বেশির ভাগ শাখা বন্ধ হয়ে যায়। এ ঘটনায় ২০১৬ সালে কোম্পানির মূল্যমান কমে ৩৫ লাখ ডলারে নেমে যায়।