ভিয়েতনামে শােক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধুর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী স্মরণ

:
: ৩ years ago

জাতীয় শােক দিবস ২০২১ এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী বাংলাদেশ দূতাবাস , হ্যানয় , ভিয়েতনাম – এ যথাযােগ্য মর্যাদায় এবং ভাব গম্ভীর পরিবেশে স্মরণ করা হয় । দিবসটি স্মরণ ও পালন উপলক্ষে জাতীয় পতাকার আনুষ্ঠানিক উত্তোলন ও অর্ধনমিতক্ষণ , দোয়া ও প্রার্থনা , এক মিনিট নিরবতা পালন , বঙ্গবন্ধুর পােট্রেট – এ ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন ও মােমবাতি প্রজ্জলন , মহামান্য রাষ্ট্রপতি , মাননীয় প্রধানমন্ত্রী , মাননীয় পররাষ্ট্র মন্ত্রী এবং মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ , আলোচনা ও স্মরণ সভা এবং প্রামান্য চিত্র প্রদর্শনীর আয়ােজন করা হয় । অবশেষে জাতীয় শােক দিবসকে স্মরণ উপলক্ষ্যে ও ভাতৃপ্রতীম ভিয়েতনামি জনগনের প্রতি সৌহাদ্য প্রদর্শন স্বরুপ ভিয়েতনামে কোভিড -১৯ মহামারির কারনে অসহায় ও দুস্থ পরিবার এবং কোভিড -১৯ সন্মুখ যােদ্ধাদের মাঝে প্রয়ােজনীয় খাদ্য সামগ্রী সাহায্য বিতরনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে ।

ভিয়েতনাম – এ নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মিজ সামিনা নাজ দূতাবাস প্রাঙ্গনে প্রত্যুষে জাতীয় সঙ্গীত সহকারে জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলন এবং অর্ধনমিতকরণের মাধ্যমে জাতীয় শােক দিবসের কর্মসূচীর সূচনা করেন । দূতাবাসে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীগণ এবং তাঁদের পরিবারবর্গ এ সময় উপস্থিত ছিলেন । বঙ্গবন্ধু স্মরণসভার আলােচনা পর্বে ভিয়েতনাম ফাদারল্যান্ড ফ্রন্ট এর তায় হাে ভিজিক চেয়ারম্যান জনাব ট্রান কুয়ান ভাও , ভিয়েতনাম চেম্বার এন্ড কমার্স ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট – এর উপদেষ্টা মিজ থাও গ্রিফিথ , ভিয়েতনাম বিজনেজ এসােসিয়েশন ইন বাংলাদেশ এর চেয়ারম্যান জনাব টোং দো এবং ভাইস চেয়ারম্যান জনাৰ লিউ হিউ থান উপস্থিত ছিলেন । স্মরণ সভার প্রারম্ভে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের শহীদ সদস্যগণসহ অন্যান্য শহীদদের কুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও প্রার্থনা করা করা হয় । মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয় । প্রার্থনা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় । এর পর মান্যবর রাষ্ট্রদূত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং মােমবাতি প্রজ্জ্বলন করেন । এ দিবসটি উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি , মাননীয় প্রধানমন্ত্রী , মাননীয় পররাষ্ট্র মন্ত্রী এবং মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করে শােনানাে হয় । অনুষ্ঠানের প্রারম্ভে মান্যবর রাষ্ট্রদূত মিজ সামিনা নাজ আগত অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য প্রদান করেন । মান্যবর রাষ্ট্রদূত শােক সভায় বিম্র শ্রদ্ধাচিত্তে বঙ্গবন্ধুর স্মরণে আলােচনায় তিনি জাতির জনক বঙ্গবন্ধুসহ ১৫ আগষ্টে শাহাদাৎ বরণকারী ভার পরিবারের সদস্যসহ সকলের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন । তিনি তাঁর বক্তব্যে জাতির জনকের জীবনাদর্শ এবং আমাদের স্বাধীনতা অর্জন সহ সকল সংগ্রামে বঙ্গবন্ধুর অবিসংবাদিত নেতৃত্ব ও অপরিসীম আত্মত্যাগের কথা সশ্রদ্ধচিত্তে স্মরণ করেন । তিনি বলেন বঙ্গবন্ধু রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি জনগণের অর্থনৈতিক মুক্তির স্বপ্ন দেখেছিলেন । জাতীয় শােক দিবসে তিনি শােককে শক্তিতে রুপান্তরিত করার মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সুখী ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ সােনার বাংলা গড়তে এবং মাননীয় প্রধানমন্ত্রীর দৃঢ় ও বলিষ্ঠ নেতৃত্বে বান্ধবায়নের লক্ষ্যে দেশে ও প্রবাসে বসবাসরত সকলের প্রতি উদাত্ত আহবান জানান । ইতােমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১২ বছরের বাংলাদেশের আর্থ – সামাজিক উন্নয়ন ও অগ্রগতির অসামান্য অবদান ও বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশ – এ উন্নীত হওয়ার অর্জনের কথাও তিনি উল্লেখ করেন ।স্মরণ সভার শেষ পর্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনভিত্তিক প্রামাণ্যচিত্র “ Bangabandhu – Forever in Our Hearts ” প্রদর্শন করা হয় । অবশেষে জাতীয় শােক দিবসকে স্মরণ উপলক্ষ্যে ও ভ্রাতৃপ্রতীম ভিয়েতনামি জনগনের প্রতি সৌহার্দ্য প্রদর্শন স্বরুপ মান্যবর রাষ্ট্রদূত মিজ সামিনা না ভিয়েতনামে কোভি -১৯ মহামারির কারনে অসহায় ও দুস্থ পরিবার এবং কোভিভ -১৯ সনূখ – যােদ্ধাদের মাঝে প্রয়ােজনীয় খাদ্য সামগ্রী বিতরন করার জন্য ভিয়েতনাম ফাদারল্যান্ড ফন্ট এর তায় হাে ডিস্ট্রিক চেয়ারম্যান জনাৰ ট্ৰান কুয়ান ডাও এর কাছে হস্তান্তর করেন । উল্লেখ্য যে , ভিয়েতনামে কোভিড মহামারীর কারণে ভিয়েতনাম সরকার কর্তৃক কোভিড মহামারীর সতর্কতার জন্য সামাজিক দূরত্ব বজায় রাখা , চলমান প্রকডাউন এবং ও জনসমাগম এর উপর নিষেধাজ্ঞা থাকার জন্য দিবসটি অল্প সংখ্যক অতিথি এবং দূতাবাসের কর্মকর্তা – কর্মচারী – এর মাধ্যমে ইন – হাউজ ‘ স্মরণ করা হয় ।