ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় জবি শিক্ষক সমিতির প্রতিবাদ

লেখক:
প্রকাশ: ৪ years ago

অমৃত রায়,  জবি প্রতিনিধি:: আজ ৭ নভেম্বর ২০২০ শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডঃ মোঃ নুরে আলম আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক অধ্যাপক ডঃ শামীমা বেগম এর এক প্রতিবাদলিপিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনার প্রতিবাদ জানান। প্রতিবাদলিপিতে ওনারা জানান যে, মহান স্বাধীনতার স্থপতি ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপন এর বিরোধিতা করে সাম্প্রতিক সময়ে প্রতিক্রিয়াশীল মৌলবাদী ও স্বাধীনতাবিরোধী কুচক্রী মহল সারাদেশে তৎপরতাসহ নানা ধরনের উস্কানিমূলক বক্তব্য ও ধ্বংসাত্মক কার্যকলাপের লিপ্ত রয়েছে যা  কোনো ভাবেই কাম্য নয়। ওনারা  আরো বলেন যে,” আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, ৩০ লক্ষ শহীদের আত্মত্যাগকে ২ লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, ষড়যন্ত্রকারী রাজাকার-আলবদর-আলশামস  এর দোসর দের কোনো ঠাঁই নাই।”
মৌলবাদী অপশক্তির সকল ষড়যন্ত্র প্রতিহত করে সোনার বাংলায় বঙ্গবন্ধুর ভাষ্কর্য স্থাপন এর জন্য সরকারের কাছে জোর দাবী জানান।