ভাষাসৈনিক আবদুল মতিনের চোখ দিয়ে নতুন করে পৃথিবী দেখতে পারা সেই স্বাস্থ্যকর্মী রেশমা নাসরিন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি শারীরিকভাবে সুস্থ।
সোমবার (২৯ জুন) করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন স্বাস্থ্যকর্মী রেশমা নাসরিন। দুই সপ্তাহ আগে জ্বর ও শরীর ব্যথা শুরু হলে ২০ জুন করোনা পরীক্ষার জন্য নমুনা দেন রেশমা। ২৪ জুন তার করোনা পজিটিভ ফলাফল আসে। এরপর পরিবারের বাকি সদস্যদের নমুনা দেয়া হলে করোনা নেগেটিভ আসে তাদের।
রেশমা নাসরিন বলেন, দুই সপ্তাহ আগে হঠাৎ জ্বর ও শরীর ব্যথা শুরু হলে করোনা পরীক্ষার জন্য নমুনা দেই। ২৪ জুন করোনা পজিটিভ আসে। এরপর থেকে আইসোলেশনে আছি। তবে আমি শারীরিকভাবে সুস্থ। এখন কোনো উপসর্গ নেই। কিন্তু পরিবারের বাকি সদস্যদের সুরক্ষিত রাখতে আইসোলেশনে রয়েছি।
রেশমা আরও বলেন, করোনায় আক্রান্ত হওয়ার পর পরিবারের বাকি সদস্যদের নমুনা পরীক্ষা করানো হয়। সর্বপ্রথম আমার ১৮ মাসের শিশুর নমুনা দেই। শিশুসহ পরিবারের সবার করোনা নেগেটিভ ফলাফল আসে।
প্রসঙ্গত, ২০১৪ সালে ভাষাসৈনিক আবদুল মতিন মারা যাওয়ার পর তার চোখের কর্নিয়া ঢাকার ধামরাইয়ের একটি স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মী রেশমা নাসরিনের চোখে প্রতিস্থাপন করা হয়। সেই থেকে ভাষাসৈনিক আবদুল মতিনের চোখ দিয়ে নতুন করে পৃথিবী দেখছেন রেশমা।