ব্যাটিংয়ে পড়তি ফর্মের কারণে টেস্ট ও ওয়ানডে দলে জায়গা হারিয়েছেন। কিন্তু টি২০ ফরম্যাটের দল থেকে সৌম্য সরকারকে বাদ দেওয়ার কোনো সুযোগই ছিল না নির্বাচকদের কাছে। জাতীয় দলের হয়ে নিজের খেলা সর্বশেষ ছয় টি২০ ইনিংসে ৩৯ দশমিক ১৬ গড়ে করেছেন ২৩৫ রান, স্ট্রাইক রেট ছিল ১৫৮। বাকি দুই ফরম্যাটে জায়গা হারালেও টি২০তে যে তার ওপরই ভরসা রাখবে দল, সেটা একরকম প্রত্যাশিতই ছিল।
শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচ টি২০ সিরিজ সামনে রেখে সোমবার দলের অনুশীলনের প্রথম দিন সাংবাদিকদের মুখোমুখি হন সৌম্য। জানালেন, 'প্রত্যাশা তো অবশ্যই ছিল। তার পরও প্রিমিয়ার লীগ চলছিল বলে সেখানেই মনোযোগ একটু বেশি ছিল। জাতীয় দলের কথা বললে, আগের দুটা সিরিজে আমরা হেরেছি ঠিকই, তবে টি২০তে এসে টেস্ট আর ওয়ানডের কথা চিন্তা করলে সেটা খারাপ প্রভাব ফেলবে। এটা অল্প ওভারের খেলা, ফরম্যাট আলাদা। ভালো খেলতে পারলে ফলাফল অবশ্যই আমাদের পক্ষে আসবে।'
তিন বছরের ক্যারিয়ারে সাফল্য যেমন পেয়েছেন, তেমনি ব্যর্থতাও সঙ্গী হয়েছে অনেকবার। মুদ্রার দুটি দিকই তাই বেশ ভালোভাবেই দেখা হয়ে গেছে এই ব্যাটসম্যানের। জাতীয় দলের বাইরে থাকার সময়টায় নতুন কোনো উপলব্ধি হয়েছে কি-না জানতে চাইলে সৌম্য বলেন, 'উপলব্ধি বলতে, ফিটনেস নিয়ে অনেক কাজ করেছি। বেশ কিছু ঘরোয়া ম্যাচ খেলেছি। যে ফরম্যাটেই খেলি না কেন, ক্রিজে যতক্ষণ থাকি ততক্ষণ আত্মবিশ্বাস নিয়েই খেলার চেষ্টা করি। টি২০ বাদে বাকি দুই ফরম্যাটে বাইরে ভালো করতে পারিনি বলে মনে হয়েছে আমি হয়তো ব্যাকফুটে চলে গেছি। টি২০তে সফল হয়েছি বলেই মনে হচ্ছে যে, এই ফরম্যাটে আত্মবিশ্বাসী ছিলাম। আসলে আমাকে ধারাবাহিকতা ধরে রাখতে হবে। সেটা পারলে আমার জন্য ভালো হবে।'
উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) মিরপুরে হবে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। আর সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ হবে ১৮ ফেব্রুয়ারি সিলেটে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com