ভালোবাসি তোমায়
—————-
কাব্য চাষাঃ রুবেল মাহমুদ।
—————-
আমার এ জীবন-উদ্যানে
শুধু তোমারই বিচরন,
যেমনি এখন ভালোবাসো আমায়
তেমনি বেসো আমরণ।
প্রেম পেতে চাই বন্ধু আমি
নিখাদ আবেগে,
আমায় তুমি আগলে রেখো
সত্যের সবেগে।।
বন্ধু তোমায় ভালোবাসি আমি
দিয়া মন ও প্রান,
তোমার জন্য প্রাণটা থাকে
সদাই উচাটন।।