ভালোবাসা মরে গেছে
কবিঃ রুবেল মাহমুদ।
------------------------------
মনে করো ভালোবাসা আর নেই
মনে করো ভালোবাসা মরে গেছে,
বহু আগে মরে পচে
এখন গন্ধ হয়ে গেছে।।
মনে করো জীবনে ছিল না
কোনো ভালোবাসা বাসি,
তাকিয়ে দেখো বাগানের ফুল
ঝড়ে পচে হয়ে গেছে বাশি।।
সূর্যের দিকে শিমলতা
এখন আর চেয়ে কাঁদেনা,
গাছের গুঁড়িতে পিঁপড়ে
এখন আর বাসা বাঁধেনা।।
এখন আর ল্যাম্পপোস্টের নিচে
পথের কুকুর শুয়ে থাকেনা,
এখন আর ভিখিরির খোঁড়ায় কেউ
দু-চারটে কয়েন রাখেনা।।
কোথাও কিছুই মরে যায়নি তো
তবু মনে হয় ভালোবাসা মরে গেছে,
হাজার বছরের ইতিহাস মাখা ভালোবাসা
এখন যেন গন্ধ হয়ে গেছে পচে।।
-----------------------------------
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com