ভালোবাসা দিবসে ‘ভাইসব প্রোডাকশন’র প্রযোজনায় ৩ নাটক

লেখক:
প্রকাশ: ৩ years ago

১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে তিনটি নাটক প্রযোজনা করেছে ‘ভাইসব প্রোডাকশন’।

নাটক তিনটি হলো ‘তোমার প্রেমে বাজি’, ‘ডিয়ার ভ্যালেন্টাইন’ ও ‘সুইটহার্ট’। নাটকগুলো পরিচালনা করেছেন যথাক্রমে জাকারিয়া সৌখিন, মেহেদি হাসান হৃদয় ও রাফাত মজুমদার রিংকু।

‘তোমার প্রেমে বাজি’তে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও তাসনিয়া ফারিন। ‘ডিয়ার ভ্যালেন্টাইন’ নাটকেও অভিনয় করেছেন মুশফিক আর ফারহান, এ নাটকে তার সঙ্গে আছেন কেয়া পায়েল, শহীদুজ্জামান সেলিম প্রমুখ। আর ‘সুইটহার্ট’ নাটকের কেন্দ্রীয় চরিত্রে আছেন ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েল।

তিনটি নাটকের বিষয়ে ‘ভাইসব প্রোডাকশন’র কর্ণধার সুজন মাহমুদ বলেন, নাটকগুলোর পরিচালক, অভিনয়শিল্পী, কলাকুশলীসহ সংশ্লিষ্টদের ভাইসব প্রোডাকশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আশা করি নাটকগুলো দর্শকদের প্রত্যাশিত বিনোদন দিতে সক্ষম হবে।

তিনি বলেন, সবার সহযোগিতা পেলে ঈদ এবং বিশেষ দিন মিলিয়ে এ বছর প্রায় শতাধিক প্রোডাকশন করার পরিকল্পনা রয়েছে ভাইসব প্রোডাকশনের। ভালোবাসা দিবসে সবাই দেশি কনটেন্টকে ভালবাসুন।