পয়লা ফাল্গুন ও ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পেয়েছে ভিন্ন ধাঁচের প্রেমের গান ‘প্যারাসিটামল’। গানটিতে কণ্ঠ দিয়েছেন তরুণ কণ্ঠশিল্পী এন আর রাজু। সোমবার (১৩ ফেব্রুয়ারি) এ গায়কের নিজস্ব ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে এটি।
‘আমার এখন সুখের অসুখ, ভীষণ প্রেমের জ্বর/ মনের সঙ্গে শরীর কাঁপে, সখী আমায় ধর/ হঠাৎ মুখে হাসি ফোটে, হঠাৎ চোখে জল/ তুই আমার ওষুধ, সখী তুই মনের বল/ তুই আমার তিনবেলার প্যারাসিটামল’— এমন কথার গীতিকাব্যটি রচনা করেছেন রফিক মুয়াজ্জিন।
গানটির সুর করেছেন কণ্ঠশিল্পী নিজেই। সংগীতায়োজন করেছেন এ সময়ের জনপ্রিয় সংগীত পরিচালক তমাল হাসান।
গীতিকার রফিক মুয়াজ্জিন রাইজিংবিডিকে বলেন, ‘‘তুমি চলে গেলে, বলে গেলে না— এমন ক্লিশে শব্দমালার বাইরে এসে নতুন আঙ্গিকে গানটি লেখার চেষ্টা করেছি। প্রেম এমন এক ধরনের সুখানুভূতি, যা সবার কাঙ্ক্ষিত। এটি অসুখও বটে! এর একমাত্র দাওয়াই হলো প্রিয় মানুষ। ভালোবাসা দিবসে এই গানটি প্রেমজ্বরে ভোগা বা বিরহব্যথায় কাতর মানুষদের জন্য ‘প্যারাসিটামল’-এর মতো কার্যকরী ওষুধ হিসেবে কাজ করবে বলে আমার বিশ্বাস।’'
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com