চ্যানেল আই সেরা নাচিয়ে সিজন-৩ এর চ্যাম্পিয়ন বাংলাদেশি বংশোদ্ভূত রুশকন্যা হৃদি শেখকে এবার দেখা যাবে নাটকে। সম্প্রতি ভালোবাসা দিবসের একটি নাটকে অভিনয় করেন তিনি। নাটকের নাম ম্যাডভেঞ্চার; রচনা ও পরিচালনা করেছেন রেদওয়ান রনি।
ম্যাডভেঞ্চার মানেই যেখানে অ্যাডভেঞ্চার করতে পাগলামির সীমা থাকে না। প্রথমবারের মতো একসঙ্গে ট্রিপে যাচ্ছে একদল বন্ধু। একের পর এক দুঃসাহসিক সব ঘটনা। একদল বন্ধুকে সঙ্গে নিয়ে রোড ট্রিপে যাওয়ার ক্ষেত্রে যতটুকু আনন্দ বিনোদন আর সমস্যার সম্মুখীন হতে হয় তা নিয়েই বিশেষ এই নাটকের গল্প।
হৃদি শেখ বলেন, 'নাটকে খুব বেশি কাজ করা হয়নি। এর আগে যেগুলো করেছি তা শুধু চ্যানেল আইয়ের। এবার এর বাইরে কাজ করলাম। রনি ভাইয়ের সঙ্গে এটা আমার প্রথম কাজ। খুব মজা করে কাজটি করেছি, বেশ এনজয় করেছি।'
হৃদি ছাড়াও এ নাটকে আরও আছেন অ্যালেন শুভ্র, মিশু সাব্বির, প্রীতম হাসান, মাহারিয়া, জারা অর্পণ, ইমরুল প্রমুখ।
আসছে ভালোবাসা দিবসে বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচার করা হবে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com