ভার্চুয়াল জগতে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ কিশোরীর

লেখক:
প্রকাশ: ১ বছর আগে

বিশ্বে প্রথমবারের মতো ভার্চুয়ালি দলবদ্ধ ধর্ষণের অভিযোগ করেছেন যুক্তরাজ্যের এক কিশোরী। এ ঘটনায় তদন্ত শুরু করেছে যুক্তরাজ্য পুলিশ।

 

ব্রিটিশ কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় ওই কিশোরীর কোনো শারীরিক ক্ষতি হয়নি। তবে তার ওপর মানসিক প্রভাব পড়েছে।

পুলিশ ও অপরাধ কমিশনারের অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ডোনা জোনস জানিয়েছেন, ২০২৩ সালে একটি অভিযোগ করা হয়েছিল। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছিল।

 

ডেইলি মেইল জানিয়েছে, অভিযোগকারী কিশোরীর বয়স ১৬ বছর। ভার্চুয়াল রিয়েলিটি গেম (ভিআর গেম) খেলার সময় তার অবতারকে (নিজের ডিজিটাল চরিত্র) ধর্ষণ করেছে অজ্ঞাত একদল পুরুষ অবতার।

মেটাভার্সে ভিআর হেডসেট পরে ভার্চ্যুয়াল জগতে ঘুরে বেড়ানো, গেম খেলাসহ নানা কাজ করা যায়। গেম খেলার ক্ষেত্রে নিজের একটি ডিজিটাল চরিত্র (অবতার) থাকে। ভিআর গেমে এমন অনেক স্বতন্ত্র অবতার অংশ নেয়।

 

নাম প্রকাশে অনিচ্ছুক ব্রিটিশ কর্মকর্তা ডেইলি মেইলকে বলেছেন, ওই কিশোরী ‘শারীরিকভাবে ধর্ষিত ব্যক্তির মতোই’ মানসিক আঘাত পেয়েছিলেন। কিন্তু ফৌজদারি আইনে, ধর্ষণ এবং যৌন নিপীড়নের জন্য শারীরিক সম্পর্ক থাকা আবশ্যক।

বিবিসি জানিয়েছে, অনেক বিশেষজ্ঞ বলেছেন, ভার্চুয়াল জগতে অবতারদের উপর যৌন প্রণোদিত আক্রমণের জন্য দায়ী ব্যক্তিদের কার্যকরভাবে বিচার এবং শাস্তি দেওয়া যায় তা নিশ্চিত করার জন্য আইনি পরিবর্তনের প্রয়োজন হতে পারে।