বাংলাদেশের সঙ্গে ভারতের সহযোগিতার সম্পর্ক অব্যাহত থাকবে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের নিরঙ্কুশ বিজয়ের পর পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীকে টেলিফোনে এ কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করায় টেলিফোন করে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীকে অভিনন্দন জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। এ সময় তিনি বাংলাদেশের সঙ্গে নিবিড় বন্ধুত্ব আরও জোরদার করে দুই দেশের যৌথ সহযোগিতার সম্পর্ক অব্যাহত রাখার কথা বলেন। বাংলাদেশের অগ্রগতি ও উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলেও দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তিনি।
টেলিফোন আলাপে সুষমা স্বরাজ বলেন, 'ভারত সব সময় বাংলাদেশের পাশে আছে এবং থাকবে।'
এ সময় অভিনন্দন জানিয়ে টেলিফোন করার জন্য ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান মাহমুদ আলী। একই সঙ্গে দুই দেশের জনগণের স্বার্থে বন্ধুপ্রতিম প্রতিবেশী দেশের যৌথ সহযোগিতার সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com