ভারত-পাকিস্তানের মধ্যে পরমাণু যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে মন্তব্য করেছেন, পাকিস্তানের এনএসএ নাসের খান। এমনকি চীন-পাকিস্তান ইকোনমিক করিডরে বাধা দিতে আমেরিকা ভারতের সঙ্গে মিলে ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেছেন তিনি। সম্প্রতি জাতীয় নিরাপত্তা নিয়ে একটি সেমিনারে বক্তব্য রাখছিলেন তিনি। সেখানেই তিনি বলেন, ভারত বিভিন্ন ধরনের মারণাস্ত্র জমা করছে।
তিনি আরো দাবি করেন, আফগানিস্তানে যত তালিবান মাথাচাড়া দিচ্ছে ততই আমেরিকা নিজেদের ব্যর্থতার দায় পাকিস্তানের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। চীনের সঙ্গে সখ্যতা বাড়ার কারণেই আমেরিকা ভারতের সঙ্গে মিলে ষড়যন্ত্র করছে বলেও উল্লেখ করেছেন তিনি।
এদিকে, চীন-পাকিস্তান ইনকমিক করিডর বন্ধ করার জন্য টাকা দিচ্ছে ভারত তথা ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’। এমনটাই অভিযোগ পাকিস্তানের। সম্প্রতি এক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এমন অভিযোগ করেছেন পাক সেনার জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল জুবের মহম্মদ হায়াত। বন্ধু দেশ চীনের সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি করা ওই প্রজেক্টে ভারতের বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন তিনি।
জানা গিয়েছে, চীন-পাকিস্তান ইকনমিক করিডরের যে লাভের অঙ্কের হিসেব পাওয়া গেছে তাতে দেখা যাচ্ছে, আখেরে পাকিস্তানের ঘরে বিশেষ কিছুই আসছে না। লাভের সিংহ ভাগই নিয়ে যাচ্ছে চীন। কলকাতা টুয়েন্টিফোর।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com