ভারতের মহারাষ্ট্রে বিচ্ছিন্নতাবাদী সংগঠন মাওবাদীদের হামলায় ১৬ নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। খবর এনডিটিভির।
বুধবার রাজ্যটির গাদচিরোলি জেলায় নিরাপত্তাকর্মীদের গাড়িতে শক্তিশালী বিস্ফোরণ ঘটানো হয়। এপ্রিলে লোকসভা নির্বাচন শুরুর পর থেকে জেলাটিতে এ পর্যন্ত তিনবার হামলা করলো মাওবাদীরা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই হামলাকে ‘ঘৃণ্য’ অভিহিত করে বলেছেন, হামলায় জড়িতদের ক্ষমা করা হবে না।
ছত্তিশগড়ের সীমান্তবর্তী এলাকায় পুলিশের গাড়িতে ইমপ্রোভাইস এক্সপ্লোসিভ ডিভাইসের (আইইডি) বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা। এ এলাকায় মাওবাদীদের শক্ত ঘাঁটি রয়েছে।
পুলিশ কর্মকর্তা শৈলেশ বালকাওয়াদে বলেন, মঙ্গলবার রাতে অন্তত ২৫টি গাড়িতে মাওবাদীরা আগুন ধরিয়ে দেয়। গাড়িগুলো গাদচিরোলির কুরখেদায় রাস্তার পাশে পার্কিং করা ছিল। রাত সাড়ে ৩টার দিকে কেরোসিন ঢেলে গাড়িগুলোতে আগুন ধরানোর কয়েক ঘণ্টার মধ্যেই মাওবাদীরা পুলিশের গাড়িতে হামলা করে। এতে চালকসহ ১৬ জন নিহত হয়েছেন।
১ মে মহারাষ্ট্রের প্রতিষ্ঠাদিবস পালিত হচ্ছিল। এরমধ্যেই এমন ঘটনা ঘটিয়েছে মাওবাদীরা।
এনডিটিভি বলছে, ২০১৮ সালের এপ্রিলে নিরাপত্তা বাহিনীর অভিযানে মাওবাদীদের ৪০ সদস্য নিহত হয়। এ ঘটনার প্রতিশোধ নিতেই হামলা চালিয়েছে তারা।
গত ১১ এপ্রিল লোকসভা নির্বাচনে প্রথম ধাপের ভোটগ্রহণের দিন গাদচিরোলিতে এক বুথের পাশে আইইডির বিস্ফোরণ ঘটানো হয়। তবে এ হামলায় কেউ হতাহত হয়নি। এই হামলার একদিন আগে একই জেলায় আইইডির বিস্ফোরণে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) এক সদস্য মারাত্মকভাবে আহত হন।
গত ৯ এপ্রিল ছত্তিশগড়ের দানতেওয়াদা জেলায় আইইডি বিস্ফোরণে বিজেপির এক আইনপ্রণেতা ও নিরাপত্তা বাহিনীর চার সদস্য নিহত হন।