ভারতে নরেদ্র মোদি সরকারে শপথ নিয়েছেন নতুন ৯ মন্ত্রী। স্থানীয় সময় সকাল সাড়ে দশটায় রাষ্ট্রপতি ভবনে শপথ নেন তারা। নতুন নয় জনের মধ্যে দুজন সাবেক আমলা, একজন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার ও একজন প্রাক্তন কূটনীতিক।
পূর্ণমন্ত্রী পদে উন্নীত হয়েছেন প্রতিমন্ত্রী পদে থাকা চারজন। নতুন করে প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে নির্মলা সীতারমনকে। এই পদ অরুন জেটলির হাতে ছিল। তিনি এখন কেবল অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। সুরেশ প্রভুকে সরিয়ে নতুন রেলমন্ত্রী হয়েছেন পীযূষ গয়াল। সুরেশ প্রভু এখন থেকে বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।
কেন্দ্রীয় মন্ত্রিসভার আকার ৭৩ জন থেকে বাড়িয়ে ৭৬ জন করা হয়েছে। ভারতে সর্বোচ্চ ৮১ জনের মন্ত্রিসভা গঠন করা যায়।
মন্ত্রিসভায় রদবদলের আগেই গত দুদিনে ছয় মন্ত্রী পদত্যাগ করেন। গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হচ্ছে, তাদের কাজে খুশি ছিলেন না নরেন্দ্র মোদি। ২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর, এই নিয়ে তৃতীয়বার মন্ত্রিসভার রদবদল করলেন তিনি। বিশ্লেষকরা বলছেন, ২০১৯ সালে অনুষ্ঠিত হতে যাওয়া লোকসভা নির্বাচনের আগে, ঘর গুছিয়ে নিতে চাইছেন মোদি।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com