ভারতের মধ্য প্রদেশে বরযাত্রীবাহী একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে নদীতে পড়ে অন্তত ২১ জন নিহত ও ১২ জন আহত হয়েছে। বুধবার দেশটির পুলিশের রবাত দিয়ে সংবাদ সংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে।
বলা হয়, মধ্য প্রদেশের রাজধানী নগরী ভুপাল থেকে প্রায় ৫৭৩ কিলোমিটার পূর্বে সিধি জেলার সোন নদীতে মঙ্গলবার দিনগত রাতে এ দুর্ঘটনা ঘটে। সিধি জেলা কালেক্টর বলেছেন, ‘গতরাতে বরযাত্রীবাহী একটি মিনি-ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে সোন নদীতে পড়ে গেলে ২১ জন নিহত ও অপর ১২ জন আহত হয়। আহতদের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।’
মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিভরাজ সিং চৌহান এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন এবং নিহত প্রত্যেকের পরিবারকে তিন হাজার ৪৫ ডলার ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন। পুলিশ এ ঘটনায় মামলা করেছে এবং এ ব্যাপারে তদন্ত চলছে বলে জানানো হয়েছে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com