নতুন কৃষি আইন বাতিলের দাবিতে ভারতে ‘চাক্কা জ্য়াম’ কর্মসূচি পালন করেছে কৃষকরা। শনিবার দেশের বিভিন্ন প্রান্তে এই কর্মসূচি পালন করা হয়।
২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে আন্দোলনরত কৃষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছিল। তাই পরবর্তী আন্দোলন কর্মসূচিগুলো অহিংস হবে বলে জানিয়েছিলেন কৃষকরা। শনিবারের ‘চাক্কা জ্যাম’ কর্মসূচি শান্তিপূর্ণভাবেই পালন করা হবে বলে শুক্রবারই বিবৃতি দিয়ে জানিয়েছিল সংযুক্ত কিসান মোর্চা।
স্থানীয় সময় শনিবার দুপুর ১২টার দিকে জম্মু-পাঠানকোট মহাসড় অবরোধ করেন কৃষকরা। পাঞ্জাবেও একইরকমভাবে জাতীয় সড়কের উপর টোল অবরুদ্ধ করেন তারা। রাজস্থান-হরিয়ানার কাছে শাহজাহানপুর সীমান্তের কাছেও জাতীয় সড়ক অবরোধ করা হয়। বেঙ্গলুরুতে ইয়েলহানকা থানার বাইরে বিক্ষোভ করলে তাদের আটক করা হয়। দিল্লিতে সড়ক অবরোধ করা না হলেও সেখানে কঠোর নিরাপত্তায় ছিল পুলিশ।
কর্মসূচি ঘিরে যাতে কোনও রকমের সহিংসতা না ছড়ায়, সেজন্য দিল্লির উপকণ্ঠে ৫০ হাজার পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছিল জলকামানও। স্থানীয় সময় বেলা ৩টার দিকে কর্মসূচি শেষ হলেও কোনো সহিংস ঘটনা ঘটেনি।