ভারতের তামিলনাড়ুর দক্ষিণাঞ্চলীয় প্রদেশ তামিলনাড়ুন মাদুরাই শহরের বাসিন্দা গণেশ পালস্বামী। তার বাড়ির দুটি কক্ষের দেয়ালে শোভা পাচ্ছে বছরজুড়ে হাতে তৈরি নানা ধরনের কারুকার্য। এতে রয়েছে বৌদ্ধর মুখের প্রতিকৃতী। এছাড়াও তিনি হাতে তৈরি করেছেন বিভিন্ন দেবদেবীর মূর্তি। সবই শোভা পাচ্ছে তার দুই কক্ষের বাসায়।
তবে এসব কারুকার্যের সবকিছুই তিনি তৈরি করেছেন তার পালিত দুটি গরুর গোবর এবং মূত্র মিশ্রিত করে। পালস্বামী বলেন, আমি অন্য গরুর গোবর এবং মূত্র স্পর্শ করতে পারি না। আমার গরুগুলো দেশি জাতের এবং এদের ঘাষ এবং প্রাকৃতিক খাবার দেয়া হয়। আমার মতে এ কারণে গরু দুটির গোবর এবং মূত্র অন্য গরুর চেয়ে ভিন্ন মানের।
তিনি বলেন, গরুর মলমূত্রে অ্যান্টিসেপটিক রয়েছে। এছাড়া কোনো ধরনের ছাঁচ ব্যবহার না করেই গো মলমূত্র যেকোনও কাঠামো দেয়া সম্ভব।
দেশটির কোনো রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্টতা নেই পালস্বামীর। তারপরও দেশজুড়ে বাড়তে থাকা জৈব উপাদান নির্ভর কৃষকরা সরকারের বিভিন্ন ধরনের ব্যবসায়িক সুযোগ-সুবিধা পান। দেশটির ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন হিন্দুত্ববাদী সরকার গো মলমূত্র ব্যবহার করে ব্যবসা করলে সেখানে ৬০ শতাংশ ভর্তুকি পান। দেশটিতে দেবতা হিসেবে পূজা করা হয় গরুর।
ভারতে এখন সাবান, শ্যাম্পু এবং ফেসওয়াসের মতো ত্বকের ব্যবহারযোগ্য নানা কসমেটিকস সামগ্রী তৈরি করে বাজারজাত করছে অ্যামাজন, ফ্লিপকার্ট ও ইবের মতো শীর্ষস্থানীয় ই-কমার্স জায়ান্ট প্রতিষ্ঠান। মুম্বাইভিত্তিক গো মলমূত্র ব্যবহার করে কসমেটিকস সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান কাউপ্যাথির প্রতিষ্ঠাতা উমেশ সোনি (৩৬)।
তিনি গোবর দিয়ে সাবান তৈরি করে বাজারজাত করতে শুরু করেন ২০১২ সালে। দেশি গরুর মলমূত্র ব্যবহার করে তিনিই প্রথম ভারতে কসমেটিসক সামগ্রী তৈরি শুরু করেন। দেশটিতে দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠছে গোবর থেকে তৈরি সাবান, ফেসওয়াশ, শ্যাম্পু, শাওয়ার জেল, আই জেল, টুথপেস্ট ও শেভিং ক্রিম। এর সবই তৈরি করে উমেশ সোনির প্রতিষ্ঠান কাউপ্যাথি।
সাউথ চায়না মর্নিং পোস্টকে উমেশ সোনি বলেন, বিশ্বের দেশের চার শতাধিক হোলসেল দোকান এবং বিশ্বের ১৪টি দেশে তিনি গরুর গোবর এবং মূত্র থেকে তৈরি নিত্য পণ্যসামগ্রী সরবরাহ করেন। তার কোম্পানি কাউপ্যাথির বার্ষিক আয় আড়াই কোটি রুপি ছাড়িয়ে গেছে।
তবে তার প্রতিষ্ঠানের পণ্যগুলোর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় এবং বিক্রিত পণ্য হলো গো-সাবান। এই সাবান তিনি গরুর দুধ, গোবর, মূত্র, ঘি ও দইয়ের মিশ্রণে তৈরি করেন। উমেশ সোনি বলেন, ব্যবসা শুরুর প্রথম দিকে তিনি কাউপ্যাথির তৈরি অর্ধেকের বেশি পণ্য উপহার দিতেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com